gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
উত্তাল মার্চের দিবসগুলো উদযাপনে জেলা প্রশাসনের মতবিনিময়
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৭:৫৯:০৬ পিএম
কাগজ সংবাদ:
1614607266.jpg
ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে যশোর জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান,  জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক, যশোরের আট উপজেলার নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় এসব দিবস পালনের লক্ষ্যে যশোরের সর্বস্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক। সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পর উদযাপনের কর্মসূচি ঠিক করা হবে বলে জানান তিনি। ৭ ও ১৭ মার্চ সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে ও ২৬ মার্চ বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, ৭ মার্চের ভাষণ দড়াটানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় প্রচার, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নাটক, আবৃত্তি, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, বঙ্গবন্ধু, গণহত্যা ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে হাজারো মানুষের কণ্ঠে জাতীয় সঙ্গীত, স্বাস্থ্যবিধি মেনে ক্রীড়া অনুষ্ঠান, স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসব দিবসগুলোতে যশোরকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার। মার্চের মধ্যে সবাইকে করোনার ভ্যাকসিন নেয়ার জন্যে আহ্বান জানান সিভিল সার্জন শেখ আবু শাহীন। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় এসব কর্মসূচি উদযাপনের জন্যে সবার প্রতি অনুরোধ জানান তিনি। যশোরে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও জেলা প্রশাসনের কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। 

আরও খবর

🔝