gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
লেখক মুশতাক হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
প্রকাশ : সোমবার, ১ মার্চ , ২০২১, ০৮:১৭:৫১ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
1614608307.jpg
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কারাগারে লেখক মুশতাক হত্যার বিচার, শ্রমিক নেতা রুহুল আমিন, কার্টুনিস্ট কিশোর ও ২৭ ফেব্রুয়ারি শাহবাগে আন্দোলনরত অবস্থায় আটক সাত ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে।সোমবার বিকেলে যশোরের চিত্রা মোড়ে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তৃতা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পলাশ বিশ্বাস, যশোর জেলা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক পলাশ পাল এবং জেলা ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক জান্নাতুল ফোয়ারা অন্তরা। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। লেখক মুশতাক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই আইন বাতিল না করা পর্যন্ত সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আরও খবর

🔝