gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সোনা চোরাচালান মামলায় একজনের ১৪ বছর কারাদণ্ড
প্রকাশ : রবিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২১, ০৮:৫৫:১৫ পিএম
কাগজ সংবাদ:
1632063363.jpg
যশোরে সোনা চোরাচালান মামলায় মোক্তার আলী নামে এক বৃদ্ধকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত মোক্তার আলী যশোরের বেনাপোলের মৈশাডাঙ্গা বারোপোতা গ্রামের মৃত আজিবার মন্ডলের ছেলে। রোববার সিনিয়র দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি এম ইদ্রিস আলী। মামলার অভিযোগে জানাযায়, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারেন সোনার চালান যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তারা দুপুর একটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের রজনীগন্ধ্যা পাম্পের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এরমধ্যে বরিশাল থেকে ছেড়ে আসা জিএম এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১১-১৩১৭) থামিয়ে তল্লাশি করা করাকালে মোক্তার আলীকে সন্দেহ হয়। তখন তার দেহ তল্লাশি করে জুতার ভেতরে বিশেষ কায়দায় রাখা ১২টি সোনার বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। যার ওজন  এক কেজি চারশ’ গ্রাম।এ ঘটনায় সুবেদার বাদশা মিয়া বাদী হয়ে চোরাচালান দমন আইনে  কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় কাওছার আলীকে অভিযুক্ত করে আদালতে ওই বছর চার্জশিট জমা তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি কাওছার আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আদেশ দেন বিচারক।  সাজাপ্রাপ্ত কাওছার আলী কারাগারে আটক আছেন। 

আরও খবর

🔝