gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, মোংলা বন্দরে পণ্য উঠা-নামা ব্যাহত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর , ২০২১, ০৭:৩১:২৬ পিএম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::
1632835967.jpg
আবারো উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও টানা বৃষ্টিপাতে মোংলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ।লঘুচাপের প্রভাবে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়, যা মঙ্গলবারও একটানা চলছে। এতে পৌর শহরের নিচু এলাকার স্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী ও খালের পাশের চিংড়ি ঘেরগুলোর বৃষ্টির পানি নেমে গেলেও ভিতরের ছোট ছোট ঘের ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, টানা বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য ওঠানামার কাজ বিঘ্নিত হচ্ছে।মঙ্গলবার এ বন্দরে কয়লা, সার, ক্লিংকার ও কন্টেইনারসহ বিভিন্ন পণ্যবাহী ১৬টি বিদেশী জাহাজের অবস্থান রয়েছে। আর বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে সারের জাহাজের কাজ।এদিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলের মাঝিমাল্লা করা পূর্ব সুন্দরবনের দুবলা, কচিখালী, সুপতি, শ্যালা ও নারকেলবাড়িয়ার বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

আরও খবর

🔝