gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পদ্মার ভাঙনে শহর রক্ষা বাঁধের কয়েকশ মিটার এলাকা নদীগর্ভে
প্রকাশ : শনিবার, ২ অক্টোবর , ২০২১, ০৬:০৬:২৫ পিএম
রাজবাড়ী সংবাদদাতা ::
1633176418.jpg
রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শহর রক্ষা বাঁধের কয়েকশ মিটার এলাকা। এতে আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারা।শুক্রবার সন্ধ্যায় শহরের গোদার বাজারের সিলিমপুর  এলাকায় শুরু হয় নদী ভাঙন। যদিও ভাঙন রোধে জরুরিভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।ভাঙন ঝুঁকিতে রয়েছে শহর রক্ষা বাঁধসহ নদী পাড়ের প্রায় ২০ থেকে ২৫ টি আধা-পাকা বসতবাড়ি। অনেকেই সরিয়ে নিচ্ছে বাড়িঘর।নদী তীরের বাসিন্দা মোস্তফা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ করে গোদার বাজারের সিলিমপুর এলাকার বাঁধে ভাঙন শুরু হয়। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীদের সহযোগিতায় কয়েকজন বাড়িঘর সরিয়ে নিতে শুরু করে। নদী তীরবর্তী অনেক বাসিন্দা তাদের আসবাবপত্র সরিয়ে নিতে শুরু করেন।বর্তমানে নদী থেকে শহর রক্ষা বাঁধের দূরত্ব মাত্র ১০ মিটার। যে কোন সময় বাঁধসহ শতাধিক বসতবাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে বলেও জানান তিনি।স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন জানান, তার বাড়ির পেছনেই ভাঙন শুরু হয়েছে। অনেক নতুন বাড়ি তৈরি করছেন। কিন্তু যেভাবে নদী ভাঙছে তাতে বাড়ি নিয়ে চিন্তায় আছেন।জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড সব ধরনের চেষ্টা করছে। ফেলা হচ্ছে জিও ব্যাগ। 

আরও খবর

🔝