gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
আ’লীগের মনোনয়ন না পাওয়ায় সংবাদ সম্মেলন মাসুমের
প্রকাশ : সোমবার, ২৫ অক্টোবর , ২০২১, ০৯:১৩:৩৯ পিএম
কাগজ সংবাদ:
1635174879.jpg
মনোনয়ন বঞ্চিত হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের মাসুম রেজা। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে মাসুম রেজা বলেন, তার পিতা ডাক্তার আলতাফ হোসেন ১৯৬৫ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রতিবাদী দেওয়াল লিখনের কারণে জেল খাটেন তিনি। ১৯৫৪ ও ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সরাসরি কাজ করার সৌভাগ্য হয় তার পিতার। ১৯৭১ সালে ভারতের চাপাবাড়িয়া ক্যাম্পে মেডিকেল প্রশিক্ষক ও যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।বর্তমানে বন্দবিলা ইউনিয়নসহ উপজেলার অনেক এলাকায় ডাক্তার আলতাফ হোসেন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন মাসুম রেজা। ২০০৩ সালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয় তার। বর্তমানে উপজেলা তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি। আওয়ামী লীগের রাজনীতি করে ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও বারবার দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে মাসুম রেজা দাবি করেন। অথচ অপেক্ষাকৃত কম পরিচিত এক ব্যক্তিকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে বলে অভিযোগ তার। যে কারণে বন্দবিলা  ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পড়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পুনরায় বিবেচনা করার জন্যে স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের প্রতি অনুরোধ জানিয়েছেন মাসুম রেজা।

আরও খবর

🔝