gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : সোমবার, ২৫ অক্টোবর , ২০২১, ০৯:১৬:২৯ পিএম
কাগজ সংবাদ:
1635175016.jpg
এলপিজি গ্যাস, চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। বাজারে গেলেই কয়েক মিনিটের মধ্যে পকেট খালি হয়ে যাচ্ছে। এ অবস্থায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি কমিয়ে স্বাভাবিক অবস্থায় আনার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সংগঠনটির জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে ঘণ্টব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড উইনিয়ন সংঘ যশোর জেলার সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার, কৃষক সংগ্রাম সমিতির সহসভাপতি আবু বক্কার সরদার, প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্বাস, জাতীয় ছাত্রদল জেলা শাখার আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ।

আরও খবর

🔝