gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
৭৮০ ভোটারের ৪০০ জনই মামলার আসামি!
প্রকাশ : সোমবার, ২৫ অক্টোবর , ২০২১, ১০:০৯:৩২ পিএম
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
1635178253.jpg
এক হাজার দুইশ’ জনসংখ্যা অধ্যুষিত গ্রাম বারফা। অধিবাসীদের মধ্যে ভোটারের সংখ্যা সাতশ’ ৮০। এই ভোটারদের মধ্যে চারশ’জনই আবার মামলার আসামি। গ্রামেরই একটি পরিবারের পক্ষে করা ৩৫টি মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। বারফা গ্রামের বেশির ভাগ মানুষের পেশা কৃষি। কাকডাকা ভোরে তারা নিজ নিজ কাজে বেরিয়ে যান। দিন শেষে ঘরে ফিরে সন্ধ্যার মধ্যে খাওয়া শেষ করে পরিবার নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু, গ্রামবাসীর সেই শান্তি বিনষ্ট করেছে গ্রামেরই একটি পরিবার। এ পর্যন্ত মামলাবাজ ওই পরিবারের পক্ষে করা ৩৫ মামলায় আসামি করা হয়েছে নীরিহ চারশ’ মানুষকে। আসামিদের সবাই গ্রামে বসবাসরত পরিবারগুলোর সদস্য।বারফা ইউনিয়নটি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত। গ্রামের শামসুর রহমান ও মোস্তফা কামাল সুমন নামে দুইভাই এসব মামলার বাদী। তাদের পিতা আফছার বিশ্বাস এর আগে সহজ-সরল গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছেন। বর্তমানে ক্ষুব্ধ হয়ে উঠেছেন গ্রামের সাধারণ মানুষ। তারা মামলাবাজ পরিবারটির বিপক্ষে মাঠে নেমেছেন। সোমবার সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন মামলার শিকার গ্রামের হতদরিদ্র আব্দুল আজিজ বিশ্বাস, হযরত মন্ডল, তার আপন চাচাতো ভাই নজরুল বিশ্বাস, ইকবাল মন্ডল, নজরুল মন্ডল প্রমুখ। এছাড়া, ঝাটা আর জুতা হাতে বিক্ষোভে নেমেছিলেন নারী-পুরুষেরা। সার্বিক বিষয় জেনে কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে মামলাবাজ ওই পরিবার মামলা দিতে গেলে নেয়া যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।এ ব্যাপারে জানতে শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন পাওয়া না গেলেও তার ভাই মোস্তফা কামাল সুমন জানান, আমাদের গ্রামে অনেক জমি আছে, কিন্তু গ্রামের মানুষ তা দখল করে রাখে। যে কারণে কিছু মানুষের নামে মামলা দিতে বাধ্য হয়েছি।

আরও খবর

🔝