gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশ : সোমবার, ২৫ অক্টোবর , ২০২১, ১০:১১:২৫ পিএম
নড়াইল প্রতিনিধি:
1635178323.jpg
নড়াইলে অস্ত্র মামলায় জাকির তালুকদার (৪৮) নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। সোমবার সকালে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুন্সী ম. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। জাকির তালুকদার কালিয়ার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের সামছুল হক শ্যাম তালুকদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াগাতী থানার কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড শটগানের গুলিসহ জাকির তালুকদারকে আটক করে র‌্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা হয়।সাক্ষ্য-প্রমাণ শেষে জাকির তালুকদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া, জব্দ আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দিতে বলেছেন আদালত।

আরও খবর

🔝