gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
আদালতে হাজির না হয়ে প্রতারণা করায় চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশ : রবিবার, ৯ জানুয়ারি , ২০২২, ০৯:৪০:২৪ পিএম
কাগজ সংবাদ:
1641743034.jpg
যশোরে একটি মামলায় আদালতে হাজির না হয়েও জামিন নিতে গিয়ে ধরা খেয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এরা হলো, শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার আব্দুস সালাম, আয়নাল হোসেন, রনি ও রায়হান। সূত্র জানায়, যশোরের রেলগেট এলাকার একটি জমি নিয়ে আদালতে সাত ধারার একটি মামলা দীর্ঘদিন চলমান রয়েছে। একই এলাকার আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলার ১১ জন আসামি হচ্ছে, রেলগেট পশ্চিমপাড়ার লাল বাবু, আব্দুস সালাম, ইসলাম, আবুল বাশার. আনোয়ারা বেগম, আবু মুছা, মুন্নি বেগম, রোজিনা, আয়নাল, রনি ও রায়হান। এ মামলার আসামিদের আদালতে রোববার হাজিরার দিন ছিল। এদিন আদালতে মামলার সাত আসামি হাজির হলেও ওই চার জন উপস্থিত ছিলেন না। কিন্তু কৌশলে ১১ জনকেই হাজির দেখানো হয়। বিষয়টি আদালতের নজরে এলে ওই চারজনকে তলব করা হলে তাদের পাওয়া যায়নি। এসময় আদালত ওই চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।   

আরও খবর

🔝