gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে নয় মামলায় ১০ আসামির সাজা
প্রকাশ : বুধবার, ১৬ মার্চ , ২০২২, ০৮:৪৩:২৬ পিএম
কাগজ সংবাদ:
1647441837.jpg
যশোরে নয় মামলায় ১০ আসামির পৃথক মেয়াদে সাজা প্রদান করে  প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। বুধবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস পৃথক রায়ে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি লতিফা ইয়াসমিন ও  ভীম সেন দাস।আদালত অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের সুশীল দাসের ছেলে শিব দাসকে এক বছর, বেনাপোলের সাদিপুর গ্রামের শাহ আলমের ছেলে জুয়েল রানাকে এক বছর, শার্শার মৃত মিজানুরের স্ত্রী আক্তার বেগমকে দু’ বছর, চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত মুন্না হোসেনের ছেলে শামীম রেজাকে দু’ বছর, বেনাপোলের আমড়াখালি গ্রামের হানিফ আলীর ছেলে সোহেল রানা ও মৃত আবুল খায়েরের ছেলে আশিকুর রহমানকে দু’ বছর করে, খুলনার সোনাডাঙ্গা শেখপাড়া এলাকার মৃত একরাম খলিফার স্ত্রী নার্গিস বেগমকে এক বছর, শহরের বেজপাড়া এলাকার সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে টিটু বিশ্বাস ওরফে রহিম, চৌগাছা সদরের শহর আলীর ছেলে মুন্নাকে তিন বছর ও চৌগাছার শাহাজাদপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে জসিম উদ্দিনকে দু’ বছর করে সাজা দিয়েছে।  আদালতের বেঞ্জ সহকারী আব্দুল কাইয়ুম জানান, তাদের মধ্যে শামীম রেজার বঙ্গবন্ধুর শৈশব কাল জেনে তিনশ’ শব্দের মধ্যে সারমর্ম লিখে সমাজসেবা অফিসারের কাছে জমা দিতে হবে। এছাড়া সোহেল রানা ও আশিকুর রহমানকে হাসপাতালে প্রতিমাসে একদিন দু’ ঘণ্টা সেবা দিতে হবে। প্রবেশনকালীন শর্ত ভঙ্গ করলে তাদেরকে কারাগারে সাজাভোগ করতে হবে। 

আরও খবর

🔝