gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভেজাল সার বিক্রির দায়ে জরিমানা ব্যবসায়ীর
প্রকাশ : বুধবার, ১৬ মার্চ , ২০২২, ০৯:১০:৫৮ পিএম
বাঘারপাড়া (যশোর) অফিস :
1647443706.jpg
যশোরের বাঘারপাড়ায় ভেজাল সার বিক্রি ও কৃষি বিভাগের আদেশ অমান্য করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার চাড়াভিটা বাজারের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিনসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ চাড়াভিটা বাজারে মেসার্স লুৎফর রহমান ট্রেডার্সের মালিক বাবুল হোসেন পপুলার এগ্রো কোম্পানির বাজারজাতকৃত রোরাল এগ্রোসেন্ট রাজ হেক্টা জিংক নামের সার বিক্রি করছিলেন। সারের গুণগতমান নিয়ে সন্দেহ হলে উপজেলা কৃষি বিভাগ ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়। একইসাথে রিপোর্ট না আসা পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। কিন্তু এই নির্দেশ অমান্য করে বুধবার সার বিক্রি শুরু করেন দোকান মালিক। খবর পেয়ে বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে একশ’ কেজি রাজ হেক্টা জিংক নামের সার জব্দ করে এবং ৫০ হাজর টাকা জরিমানা আদায় করেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ ন ম আবুজর গিফারী বলেন, ভেজাল সার বিক্রি ও কৃষি বিভাগের আদেশ অমান্য করায় মেসার্স লুৎফর রহমান ট্রেডার্সে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর

🔝