gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরের সন্ত্রাসী প্রিন্স আটক
প্রকাশ : বুধবার, ১৬ মার্চ , ২০২২, ০৯:১৬:৫৬ পিএম
কাগজ সংবাদ:
1647443833.jpg
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ইব্রাহিম ইসলাম প্রিন্সকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে তিনটায় শংকরপুর বটতলা মসজিদের সামনের তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। প্রিন্স চাঁচড়া রায়পাড়া এলাকার সাজ্জাদুল ইসলাম সাইফুল ওরফে রিপনের ছেলে। বর্তমানে তারা বেজপাড়া মেইন রোড এলাকায় ভাড়া থাকেন। প্রিন্সের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আটটি মামলা রয়েছে। তার মধ্যে দু’টি হত্যা, দু’টি অস্ত্র ছাড়াও বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।পুলিশ জানায়, গত ২১ ফেব্রুয়ারি বেলা ১টা ৪৫ মিনিটে  র‌্যাব-৬ যশোরের একটি দল রায়পাড়া কয়লাপট্টি এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। ওইসময় কয়লাপট্টির নুরুল ইসলাম বাবুর  বাড়ির সামনে থেকে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকের পলিথিন ফেলে পালিয়ে যায়।  র‌্যাব সদস্যরা ওই পলিথিনের ব্যাগ তল্লাশি করে একশ’৫৭ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এসআই কবির হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান কোতোয়ালি থানার এসআই আনছারুল হক। তদন্তে উঠে আসে ওই মাদক প্রিন্সই ফেলে পালিয়ে যান। এ মামলায় তাকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আরও জানায়, প্রিন্স  চিহ্নিত মাদক ব্যবসায়ী।  তার একটি মাদক সিন্ডিকেট রয়েছে।  যারা ভারত সীমান্ত থেকে মাদক নিয়ে এসে যশোর থেকে বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে।

আরও খবর

🔝