gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ইউক্রেনকে আরও ৭০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
প্রকাশ : সোমবার, ২৫ এপ্রিল , ২০২২, ০২:১৮:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক :
1650874714.jpg
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বৈঠকে ইউক্রেনকে যুদ্ধে আর্থিক সহায়তা হিসেবে আরও ৭০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।কর্মকর্তারা জানিয়েছেন, এই আর্থিক সহায়তার অর্ধেক যাবে ইউক্রেনে এবং বাকি অর্থ ন্যাটো সদস্য এবং অন্যান্য মিত্র অঞ্চলে পাঠানো হবে।এছাড়াও যুক্তরাষ্ট্র কিয়েভের কাছে ১৬৫ মিলিয়ন ডলারের গোলাবারুদ বিক্রি করবে। নিরাপত্তার কারণে দুই মন্ত্রীর সফরের আগ পর‌্যন্ত সহায়তার এই ঘোষণাটি গোপন রাখা হয়েছিল।  ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদল কিয়েভ সফরে গেল।জেলেনস্কির পাশাপাশি মার্কিন দুই মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা, প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে সিএনএন’র খবরে বলা হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তৃতীয় মাস শুরু হয়েছে। এর মধ্যে মারা গেছে হাজার হাজার মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

আরও খবর

🔝