gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
বাবর ভবিষ্যতে ক্রিকেট ‘কিংবদন্তিদের’ একজন হবেন: হরভজন
প্রকাশ : সোমবার, ২৫ এপ্রিল , ২০২২, ০২:১৮:৫০ পিএম
ক্রীড়া ডেস্ক:
1650874771.jpg
প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার হরভজন সিং পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের ব্যাটিং দক্ষতার জন্য প্রশংসা করে বলেছেন তিনি ভবিষ্যতে ক্রিকেট ‘কিংবদন্তিদের’ একজন হবেন।এক সাংবাদিক হরভজন সিংকে প্রশ্ন করেন তিনি বাবরকে ‘ফ্যাব ফোরের’ তালিকায় জায়গা দেবেন কি না।এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সব পর্যায়ের প্রাক্তন অধিনায়ক কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং বর্তমান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে ‘ফ্যাব ফোর’র তালিকা করা হয়েছে।এ প্রশ্নের জবাবে ভারতের প্রাক্তন অফ-স্পিনার বলেন, বাবরের ‘ক্রিকেটের কিংবদন্তিদের একজন’ হিসাবে তার ক্যারিয়ার শেষ করার সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, ‘আমি মনে করি সে ফ্যাব ফোর-এ সে (বাবর) থাকতে পারে কি না তা বলার জন্য সময়টা একটু তাড়াতাড়ি। আমি এমনকি ফ্যাব ফোর-এ কে আছেন তাও জানি না। তবে বাবরের অবশ্যই গুণ রয়েছে এবং সে অনেক আত্মবিশ্বাসের সঙ্গে একজন পরিপূর্ণ ব্যাটসম্যান। তার রয়েছে টেকনিক। সামনের দিকে তিনি হবেন ক্রিকেটের কিংবদন্তিদের একজন’।হরভজন স্পোর্টসকিডাকে বলেন, ‘তাকে খেলতে দিন এবং তার দলের জন্য আরো বেশি রান করতে এবং জেতার জন্য খেলা চালিয়ে যেতে দিন। প্রতিভার দিক থেকে, তিনি অন্য কারো চেয়ে কম নন’।

আরও খবর

🔝