gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সুন্দরবনে বিপন্ন প্রজাতির বাটাগুর বাসকা অবমুক্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মে , ২০২২, ০৬:৫৫:৫৫ পিএম
বাগেরহাট প্রতিনিধি :
1653570326.jpg
সুন্দরবনে বিপন্ন প্রজাতির ১২টি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপ অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (২৫ মে) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ছেদনখালী খালের চরে স্যাটেলাইট লাগানো এসব কচ্ছপ অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির এ তথ্য জানান।আজাদ কবির বলেন, ভারত থেকে চলে আসা খুলনা ও পটুয়াখালী থেকে উদ্ধার ২টি ‘বাটাগুর বাসকা’ কচ্ছপসহ মোট ১২টি বাটাগুর বাসকা কচ্ছপ সুন্দরবনের ছেদনখালী খালের চরে অবমুক্ত করা হয়েছে। এসব কচ্ছপগুলোর পিঠে স্যাটেলাইট লাগানো রয়েছে। তাদের গতিবিধি আমরা পর্যবেক্ষণ করতে পারব।কচ্ছপ অবমুক্ত করার সময় সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, অষ্টিয়ার ভিয়েনা জু’এর কিউরেটর টনিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

🔝