gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
স্ত্রী শ্বশুর শাশুড়ির নামে যৌতুক মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মে , ২০২২, ০৯:৩৫:২৫ পিএম
কাগজ সংবাদ:
1653579875.jpg
যশোরে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে যৌতুক মামলা করেছেন ঝিকরগাছার বোধখানা গ্রামের দাউদ আলীর ছেলে সাহেব আলী। বৃহস্পতিবার এ মামলা করেন তিনি। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ঝিকরগাছা থানার ওসিকে।আসামিরা হলেন, বোধখানা গ্রামের আখতার হোসেন, তার স্ত্রী শাহিতাজ বেগম ও মেয়ে রোমেনা আফাজ। মামলার অভিযোগ থেকে জানা গেছে, সাহেব আলী ২০১৯ সালের ১৭ ডিসেম্বর রোমেনাকে বিয়ে করেন। চলতি বছরের ৯ এপ্রিল সাহেব আলী ব্যবসার পাঁচ লাখ টাকা স্ত্রী রোমেনার কাছে রাখেন। পরেরদিন সকালে সাহেব আলী তার স্ত্রীর কাছে টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে স্ত্রী রোমেনা তার পাঁচ লাখ টাকা নিয়ে পিতার বাড়ি চলে যান। এরপর রোমেনাকে বাড়ি ফিরে আসতে বললে তিনি আসতে রাজি হননি। একপর্যায়ে গত ১৫ এপ্রিল তিনি নিজে শ্বশুর বাড়ি রোমেনাকে আনতে যান। ওইসময় রোমেনা তার কাছে আরও পাঁচলাখ টাকা যৌতুক দাবি করেন। সাহেব আলী তার স্ত্রীর যৌতুকের দাবি মেনে না নেয়ায় তার মা-বাবা তাকে পাঠাবেন না বলে জানিয়ে দেন। একইসাথে রোমেনা তার সন্তানকে হত্যা করে সকল সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরও খবর

🔝