gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে কৃষিপণ্য রপ্তানি নিয়ে সেমিনার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মে , ২০২২, ০৯:৫৩:০৪ পিএম
কাগজ সংবাদ:
1653580429.jpg
যশোর বিমান বন্দর থেকে কার্গো বিমান ও বেনাপোল এক্সপ্রেসের এসি কম্পাউন্ডে কৃষি পণ্য পরিবহন, বারীনগর বাজারে কৃষিপণ্য প্যাকেজিং হাউজ স্থাপন, মধ্যস্বত্ত্বভোগীদের পরিবর্তে সরাসরি কৃষকের কাছ থেকে কৃষিপণ্য বিদেশে রপ্তানি, উন্নতমানের বীজ উৎপাদন ও নিরাপদ খাদ্য উৎপাদনে নানা প্রস্তাবনা নিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘কৃষিজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার।বৃহস্পতিবার সকালে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক রফিকুল হাসান সেমিনারে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস ও জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক কুমকুম সুলতানা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মনজুরুল হান্নান।সভায় বক্তৃতা করেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সোনালী ব্যাংক কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রথম আলো যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, কৃষি উদ্যোক্তা রেজাউল ইসলাম ও শ্যামল বিশ্বাস।

আরও খবর

🔝