gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বন্দুক হামলার আতঙ্কে কানাডায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
প্রকাশ : শুক্রবার, ২৭ মে , ২০২২, ০৪:৩০:৩৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1653647521.jpg
যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনার রেস না কাটতেই এবার কানাডায় বন্দুক হামলা আতঙ্ক সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার কানাডার টরন্টোতে স্কুলের সামনে এক অস্ত্রধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ঘটনার পরপরই শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।জানা গেছে, টরেন্টোর পোর্ট ইউনিয়ন আবাসিক এলাকায় স্কুলের সামনে একজন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করলে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় সে। ২০ বছর বয়সী ওই অস্ত্রধারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। সে হামলার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলো কি-না তাও নিশ্চিত নয়। তবে ওই একই এলাকায় কাছাকাছি পাঁচটি স্কুল রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানকার সব স্কুল বন্ধ করে দেয়া হয়।এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্তোনিওর ইউভালডি শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ১৮ বছর বয়সী এক তরুণ। সে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করে। এরপর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই হামলাকারীও নিহত হয়। টেক্সাসের এ ঘটনায় আতঙ্কে রয়েছে অন্য রাজ্যের গভর্নররাও। সূত্র: সিবিসি

আরও খবর

🔝