gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
কলকাতার আদালতে পিকে হালদারসহ ছয় অভিযুক্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ জুলাই , ২০২২, ০২:৩৩:১৪ পিএম
কলকাতা প্রতিনিধি :
1657874018.jpg
পুনরায় কলকাতার নগর দায়রা আদালতে তোলা হল বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারসহ মোট ছয় অভিযুক্তকে। আগামী ১০ আগস্ট তাদেরকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৫ জুলাই) সকাল ১১টা নাগাদ তাদের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয়। আদালতে পুনরায় তাদের জেল হেফাজতের আবেদন জানানো হলে আগামী ১০ আগস্ট তাদেরকে আবারও আদালতে হাজির করার নির্দেশ দেন সিবিআই স্পেশাল কোর্ট-৩ বিচারক জীবন কুমার সাধু।এদিন একশো' পাতার চার্জশিটের কপি পি কে হালদারসহ গ্রেপ্তার ব্যক্তিদের হাতে দেয়া হয়। জেরায় নতুন কিছু এলে তা সাপ্লিমেন্টারি চার্জশিটে দেয়া হবে বলে জানা গেছে। ইতোমধ্যে সোমবার (১১ জুলাই) অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই চার্জশিটে পিকে হালদারসহ ছয় অভিযুক্ত ব্যক্তির নাম রয়েছে। জানা গেছে ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২’ মামলায় ওই ছয় অভিযুক্তের নামে চার্জ গঠন করা হয়েছে। চার্জশিটে রয়েছে তাদের দুটি সংস্থার নামও।উল্লেখ্য, অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে গত ১৪ মে পিকে হালদারসহ গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে। 

আরও খবর

🔝