gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে শনাক্ত সাড়ে পাঁচ লাখ
প্রকাশ : সোমবার, ২২ আগস্ট , ২০২২, ০২:৫৯:৩৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
1661159254.jpg
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫ লাখ ৪৭ হাজার ৭৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭ লাখ ৩ হাজার ৬৫৭ জন।সোমবার (২২ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭১ হাজার ৮৫১ জনের। আর মোট শনাক্ত হয়েছে ৬০ কোটি ৮ লাখ ৭৭ হাজার ১০ জনের। মোট সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৪১ জন।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৪২ হাজার ৭৯০ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২৬৩ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ২৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৮৫৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৫ হাজার ৫৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৭ লাখ ৮২ হাজার ৮ জন।এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৬৪ জন, ইতালিতে ৬৩ জন, রাশিয়ায় ৬৪ জন, অস্ট্রেলিয়ায় ৩৬ জন, ইরানে ৫৫ জন এবং মেক্সিকোতে ৬৯ জন মারা গেছেন।এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও রোগী শনাক্ত হয়েছে ১৭৩ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরও খবর

🔝