gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সেচ নিশ্চিতে গ্রামাঞ্চলে রাত ১২টা-ভোর ৬টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
প্রকাশ : সোমবার, ২২ আগস্ট , ২০২২, ০৭:০৮:০৩ পিএম
ঢাকা অফিস:
1661173745.jpg
আমনে সেচ সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘মন্ত্রিসভা একটি ডিরেক্টিভ দিয়ে দিয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী মন্ত্রিসভাকে অবহিত করেছেন এবং কৃষিমন্ত্রী ও অন্য সবাই একটি সাজেশন দিয়েছেনÍ  আগামী ১২-১৫ দিন যাতে গ্রাম এলাকাতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন পাওয়ার এনশিওর (নিশ্চিত) করা যায়, যাতে সেচের কোনো ব্যাঘাত না ঘটে, যেহেতু ওই সময়টা পিক আওয়ার।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আনইটারেকটিভ ইরিগেশন (সেচ) যাতে এনশিওর করা যায়, সে জন্য আরইবিকে (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড) ততটুকু সম্ভব বিদ্যুৎ সাপ্লাই নিশ্চিত করতে বলা হয়েছে। এটি একটি ভালো সিদ্ধান্ত।’তিনি বলেন, ‘সভায় বিবিধ বিষয়ে দুই-তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। একটি হলো বিদ্যুৎ ব্যবস্থাপনাটাকে কীভাবে আরও ইফেকটিভ করা যার এর মধ্যেই। ইনস্ট্যান্টলি তো বাড়ানো সম্ভব হবে না। সে জন্য আলোচনা হয়েছে কতগুলো, যেগুলো আমাদের  খুবই ইম্পারেটিভ (গুরুত্বপূর্ণ), সে ইন্ডাস্ট্রিগুলো (শিল্প) যাতে ডিস্পারেট (বাধাগ্রস্ত) না হয়। যেমন ফার্টিলাইজার প্রোডাক্টশন। ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিগুলো যদি বন্ধ করতে হয়, তাহলে এটা আবার চালু করতে লম্বা সময় লাগে।’

আরও খবর

🔝