gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ডলারের বিপরীতে ইউরোর দাম দুই দশকের মধ্যে সর্বনিম্নে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ আগস্ট , ২০২২, ০৭:২৯:৪৩ পিএম
অর্থকড়ি ডেস্ক:
1661261418.jpg
মার্কিন ডলারের বিপরীতে ইউরোর বিনিময় হার গতকাল সোমবার আবারও কমেছে। এদিন সবচেয়ে কম বিনিময় হার ছিল ১ ইউরোতে ০.৯৯৩৪ ডলার, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জের বরাতে মঙ্গলবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম চায়না রেডিও ইন্টারন্যাশনাল। এর আগে ২০০২ সালের শেষের দিকে ইউরোর সর্বনিম্ন বিনিময় হার ছিল ০.৯৯৫২ ডলার। প্রায় দুই দশক পর ইউরোর এমন দরপতন দেখলো বিশ্ব। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ডলারের বিপরীতে ইউরোর বিনিময় হার আবারও নিচে নেমে যাওয়ার মূল কারণ হলো বাজার অস্থিরতা। ইউরোপের বাজার নিয়ে ক্রমাগত উদ্বেগ বাড়ছে। আগামীতে বড় বিনিয়োগের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।  ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বের কারণে জ্বালানি এবং খাদ্য খরচ বেড়েছে ইউরোপে। পাশপাশি একটি মারাত্মক খরা ইউরোপের অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। এদিকে গত ১৯ আগস্ট রাশিয়ার গাজপ্রোম জানায়, ‘বেইসি-১’ প্রাকৃতিক গ্যাস পাইপলাইন আগামী ৩১ অগাস্ট পর্যন্ত তিন দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এ বিরতি। এর ফলে ইউরোপে নতুন করে দেখা দিয়েছে জ্বালানি সংকট। ডলারের বিপরীতে ইউরোর বিনিময় হারের উপর প্রভাব পড়েছে। বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করছেন যে, ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ হ্রাস ইউরোপীয় অর্থনীতিকে আরও মন্দা এবং জ্বালানি মূল্যস্ফীতির দিকে ঠেলে দিতে পারে।  

আরও খবর

🔝