gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নীলফামারীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি , ২০২৪, ০১:২১:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:৪৫ পিএম
নীলফামারী সংবাদদাতা:
GK_2024-02-22_65d6e1fb8ce0d.png

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নীলফামারীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে করে উঠতি আলু, সরিষাসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
আজ ভোরে কুয়াশার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। এতে করে কর্মজীবীরা কাজে যেতে পারেননি। ফাগুনের এই বৃষ্টি কিছুটা হলেও ঠাণ্ডা বাড়িয়ে দিয়েছে। আর কয়েকদিন পর যে আলু তুলবেন কৃষকরা সেই আলু পানি পেয়ে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এছাড়াও সরিষা আবাদে ব্যাঘাত ঘটিয়েছে অসময়ের বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়েছে সড়ক। সকালের বৃষ্টিতে স্কুলে যেতে পারেনি শিক্ষার্থীরা।

আরও খবর

🔝