gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মার্চ , ২০২৪, ০২:১৪:০০ পিএম
হবিগঞ্জ সংবাদদাতা:
GK_2024-03-07_65e9775171478.jpg

আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল ছোবান (৬০)। তিনি লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব। ঘটনাটি আজ বৃহস্পতিবার ( ৭ মার্চ) সকালে উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল ছোবানের সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র বল্লম–টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে অস্ত্রের আঘাতে আব্দুল ছোবান ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মামলা করা হবে।

আরও খবর

🔝