gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চন্দ্রঘোনা ফেরি ৩ দিন পর চলাচল শুরু
প্রকাশ : বুধবার, ১৩ মার্চ , ২০২৪, ০৩:৫৭:০০ পিএম
রাঙামাটি সংবাদদাতা:
GK_2024-03-13_65f169a19f17a.jpg

রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরি ৩ দিন বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় নৌকা ও ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছিল। এ অবস্থায় নৌপথ সচল রাখতে কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়।
চলতি মাসের ১০ থেকে ১২মার্চ তিন দিন কর্ণফুলী নদীতে খনন কার্যক্রম পরিচালনা করার কথা ছিল। কিন্তু ৯ মার্চ নদীতে খনন কার্যক্রম পরিচালনার জন্য আনা ক্রেনটি ডুবে গেলে ড্রেজিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে চট্টগ্রাম হতে একটি বার্জ ক্রেন এনে মঙ্গলবার রাতে ক্রেনটি উদ্ধার করা হয়।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রবিউল আওয়াল বলেন, ড্রেজিং ছাড়াই বুধবার সকাল থেকে ফেরি ফেরি চলাচল শুরু হয়েছে। পরে সুবিধাজনক সময়ে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে।

আরও খবর

🔝