gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
তিন ঘণ্টায় শেষ হলো পশ্চিমাঞ্চলের ৫ এপ্রিলের টিকিট
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মার্চ , ২০২৪, ০১:৫৮:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০২:৪৮:৩০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-03-26_660266eaa27f7.jpg

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের আগামী ৫ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে প্রথম তিন ঘণ্টায় ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রির কার্যক্রম।
মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়েছে। বেলা ১১টায় সব টিকিট বিক্রি শেষ হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে প্রায় ১৬ হাজার আসন সংখ্যা ছিল। দুপুর দুইটায় পূর্বাঞ্চলের টিকিটগুলো অনলাইনে ছাড়া হবে।

আরও খবর

🔝