gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ফিজের দুই উইকেট, চেন্নাইয়ের জয়
প্রকাশ : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০৫:১১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-03-27_6603ffe5b0fea.jpg

ম্যাচটা শুরু করেছিলেন মোস্তাফিজ, আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে৷ পার্পেল ক্যাপ দখলে রেখে। তবে শুরুর দিকে হতাশ করেন মোস্তাফিজ, দেখেন মুদ্রার উল্টো পিঠ। যদিও শেষ দুই দিকে এসে ফেরেন চেনা ছন্দে, তুলে নেন জোড়া উইকেট। সেই সাথে টানা জোড়া জয় তুলে নিয়েছে চেন্নাই।

ঘরে মাঠে মঙ্গলবার গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে ৬ উইকেটে ২০৭ রান তুলে চেন্নাই। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমেছে গুজরাট। ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
মুস্তাফিজের শুরু ভালো না হলেও বাকিরা দারুণ করে। চতুর্থ উইকেটে ডেভিড মিলার এবং সাই সুদর্শন বড় জুটি গড়ার চেষ্টা করলেও সেটা হতে দেননি ভারতীয় পেসার তুষার দেশপান্ডে। মিলারকে (২১) ফেরানোর পর দ্রুত সময়ে আজমতউল্লাহ ওমরজাইকেও (১২) ফেরান তিনি। ১৫.২ ওভারে ১১৮ রানে ৬ উইকেট হারায় গুজরাট।

পরের দুটো উইকেট নেন মোস্তাফিজ। কোটা শেষ করেন ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রানে। দুই ম্যাচে ৬ উইকেটের সৌজন্যে ধরে রেখেছেন পার্পেল ক্যাপ।

উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর মঙ্গলবার গুজরাটকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই। দুইয়ে নেমে গেছে রাজস্থান রয়্যালস।

আরও খবর

🔝