gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শালিখায় সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়ার দুই নারীসহ নিহত ৩
প্রকাশ : শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১১:১৯:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ১২:০৭:৩৩ পিএম
চন্দন দাস, বাঘারপাড়া (যশোর):
GK_2024-03-29_6606f8b4255c4.jpg

যশোরের বাঘারপাড়ার সীমান্তবর্তী এলাকা মাগুরার শালিখা উপজেলার ছয়ঘড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৫/৭ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতাল ও বাঘারপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহত দুই নারী হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিতাই দে'র স্ত্রী নিরুপমা দে (৪৫) ও একই গ্রামের নারায়ণ চন্দ্র দে'র স্ত্রী পুস্প রানী দে (৪০)। এছাড়া মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী মধু শিকদার (৫০)।
মাগুরার শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, মাগুরার চঞ্চল গোসাইয়ের আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান দেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত আটটার দিকে একটি সিএনজিযোগে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। পথিমধ্যে শালিখা উপজেলার ছয়ঘড়িয়া হাজাম বাড়ির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি নসিমন সিএনজিকে ধাক্কা দিলে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন নিরুপমা ও পুষ্প। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন, এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ওসি মিলন কুমার ঘোষ আরো জানান, সিএনজি থেকে সিএনজিটিতে ড্রাইভারসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ থেকে ৬ জন নারী।
আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নিহত নিরুপমা দে'র স্বামী নিতাই দে ও সিএনজি চালক বাবলু হোসেন। তাদেরকে প্রথমে নারিকেলবাড়িয়ায় একটি ক্লিনিকে আনা হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে যশোরে রেফার করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

আরও খবর

🔝