gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাতক্ষীরায় চেয়ারম্যানের আত্মীয়র বাড়ি থেকে ১৭ বস্তা চাল জব্দ
প্রকাশ : রবিবার, ৩১ মার্চ , ২০২৪, ১০:০৭:০০ পিএম
এস এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
GK_2024-03-31_66098a9b94ff4.jfif

সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলনের আত্মীয় সেলিম উদ্দীনের বাড়ি থেকে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। ওই ঘটনায় সরকারি চাল রাখার অপরাধে সেলিম উদ্দীনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল ১১ টার দিকে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের পিছনে বারোয়ানিতলা এলাকায় সেলিম উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভুঁইয়া।
সেলিম উদ্দীন আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের পিছনের বারোয়ারীতলা এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়া বলেন, সেলিম উদ্দীনের বাড়িতে সরকারি চাল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালালো হয়। এসময় সেলিম উদ্দীনের বাড়ির পূর্বপাশের ঘরের ভেতর লুকানো ১৭ বস্তা সরকারি ভিডব্লিউবি’র চাল উদ্ধার করা হয়। সেলিম উদ্দীন কার্ডধারীদের কাছ থেকে ভিডব্লিউবির চাল ক্রয় করে বাড়িতে রাখার অপরাধ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সেলিম উদ্দীন জরিমানার টাকা প্রদান করেছেন।
ইউএনও আরো বলেন, আমরা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখেছি। এ ব্যাপারে অধিকতর তদন্ত করে এই চালের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য পরে জানাতে পারবো।
অভিযুক্ত সেলিমউদ্দীন বলেন, এই চাল আবাদের হাটের গরুর খাটালের পাশ থেকে কার্ডধারীদের কাছ থেকে আমি ক্রয় করেছি। আমি জানতাম না যে এই চাল ক্রয় করা অন্যায়। যদি জানতাম তাহলে ক্রয় করতাম না।
আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, গোডাউন থেকে চাল এনে কার্ডধারীদের তালিকায় টিপসহি নিয়ে বিতরণ করা হয়েছে। চাল বিতরণে কোন অনিয়ম করা হয়নি। চাল বিতরণের পর সেই চাল সেলিম উদ্দীনের বাড়িতে কিভাবে আসলো তা আমি বলতে পারবো না।
তবে সরেজমিনে গেলে স্থানীয়রা বলেন, সেলিম উদ্দীন আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন হোসেন কবিরের দুঃসম্পর্কের ভগ্নিপতি। চেয়ারম্যান তাকে ছাড়া চলতেই পারেন না। চেয়ারম্যানের যত অবৈধ কাজ এই সেলিমের মাধ্যমেই চেয়ারম্যান করে থাকেন।

আরও খবর

🔝