gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
২২ বছর পর স্ত্রী হত্যাকারী ফাঁসির আসামি স্বামী গ্রেফতার
প্রকাশ : বুধবার, ৩ এপ্রিল , ২০২৪, ১১:৪৯:০০ এ এম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:৪৫ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-03_660cf1f9269e9.jpg

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পল্লীতে জেসমিন নাহার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আরশাদ আলী মিস্ত্রিকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২ এপ্রিল) খুলনার দিঘুলিয়া থানাধীন বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ ২২ বছর পলাতক ছিলেন।
আরশাদ আলী সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত আদম আলী মিস্ত্রির ছেলে। র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যার ১১ বছর আগে জেসমিন নাহারের সঙ্গে আরশাদ আলীর বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে ২০০২ সালের ২২ জুন স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুকের টাকা নিয়ে ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় স্বামী ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট করে। এতে জেসমিন মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আরশাদ আলীর বিরুদ্ধে শ্যামনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। এ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামির মৃত্যুদণ্ড দেন।
সম্প্রতি র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আরশাদ আলীর অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও খবর

🔝