gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
৬০০ কর্মী ছাঁটাই করল জনপ্রিয় প্রতিষ্ঠান অ্যাপল
প্রকাশ : শুক্রবার, ৫ এপ্রিল , ২০২৪, ০৩:৪৩:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:৪৫ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-05_660fb8b762678.jpg

বিশ্বব্যাপী প্রযুক্তিখাতে চলছে কর্মী ছাঁটাইয়ের প্রতিযোগিতা। একের পর এক কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানগুলো। অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলও ছাঁটাইয়ের পথে হাঁটছে। গাড়ি ও স্মার্ট ওয়াচের ডিসপ্লের প্রজেক্ট বাতিলের পর ৬০০ কর্মী ছাঁটাই করল জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়া কর্মসংস্থান উন্নয়ন বিভাগের তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি।
জানা গেছে, চাকরি হারানো ওই কর্মীরা ক্যালিফোর্নিয়ায় সান্টা ক্লারায় অবস্থিত অ্যাপলের আটটি আলাদা বিভাগে কাজ করতেন। ছাঁটাইয়ের বিষয়ে তাদের ২৮ মার্চ জানানো হয়। করোনা মহামারীর সময় অন্যসব প্রযুক্তি প্রতিষ্ঠান বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করলেও অ্যাপলকে সেই হারে তার কর্মী ছাঁটাই করতে হয়নি। কারণ করোনাকালীন সময়ে আইফোনের বাজার ধীর গতিতে হলেও বেড়েছে।
কর্মী ছাঁটাইয়ের খবর আসার সপ্তাহ আগে দুইটি প্রকল্প বাতিল করে অ্যাপল। এর মধ্যে সয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ির তৈরির প্রকল্প রয়েছে বলে জানা গেছে। চাকরি হারানো কর্মীরা মেশিন শপ ম্যানেজার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার রয়েছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

আরও খবর

🔝