gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সন্ত্রাসী ভুট্টোর আস্তানা থেকে বোমা ও দেশি অস্ত্র উদ্ধার
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০৮:৩৯:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-17_661fdf68adb5c.jpg

যশোর শহরের খড়কি বামনপাড়ার সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোখছেদুর রহমান ভুট্টোর আস্তানা থেকে ৫টি ককটেল ও ১১টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিবির এসআই খান মাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
ডিবি পুলিশ জানায়, সন্ত্রাসী ভুট্টো এলাকার পোস্ট অফিস কোয়ার্টারের পেছনের পরিত্যক্ত একটি বাড়ি আস্তানা হিসেবে ব্যবহার করে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের আগে সেখানেই পরামর্শ করা হয়। সেখানে রাখা হয় নানা অস্ত্র। এসব জানতে পেরে মঙ্গলবার রাত ১১টার দিকে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসী ভুট্টো ও তার সহযোগীরা কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে ডিবি পুলিশ পরিত্যক্ত ওই বাড়ি থেকে ৫টি ককটেল, ৫টি তলোয়ার, ৪টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল ও ১টি রামদা উদ্ধার করে।
এ ঘটনায় এসআই খান মাইদুল ইসলাম রাজিব কোতয়ালি থানায় মামলা করেছেন। এসআই রাজীব বলেন, ভুট্টোসহ তার সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

 

আরও খবর

🔝