gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সেমিফাইনালে নিষিদ্ধ মার্টিনেজ
প্রকাশ : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:৩১:০০ পিএম , আপডেট : বুধবার, ১ মে , ২০২৪, ০৩:১৯:৩৪ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-20_6623ca5201130.jpg

লাল কার্ডের শাস্তি এড়াতে পারলেন না অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দু’টি হলুদ কার্ডের জন্য উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে নিষিদ্ধ হয়েছেন এই গোলরক্ষক।
বৃহস্পতিবার কনফারেন্স লিগের দ্বিতীয় লিগে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে দু’টি হলুদ কার্ড দেখেন মার্টিনেজ। যদিও কার্ড দু’টি ম্যাচের দুই দফায় ছিল। ফলে ফিফার নিয়মে এই যাত্রায় রক্ষা পেলেও আগের লেগের জন্যেই মূলত ধরা খেয়েছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
লিলের বিপক্ষে ম্যাচে প্রথমে সময় ক্ষেপণের দায়ে প্রথম দফায় হলুদ কার্ড দেখেন মার্টিনেজ। পরে টাইব্রেকারে শট ঠেকিয়ে দর্শকদের দিকে নানারকম ভঙ্গি করে দেখেন আরেকটি। এর আগে শেষ আটের প্রথম লেগেও একটি হলুদ কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। আর তাতেই তিন কার্ড মিলিয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা।
পেনাল্টি শুটআউটে লিলের দু’টি শট ঠেকিয়ে দিয়ে ভিলাকে ৪-৩ গোলের জয় এনে দেন মার্টিনেজ। তাতে ১৯৮২ সালের পর প্রথমবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শেষ চারে পা রাখে ইংলিশ ক্লাবটি।

আরও খবর

🔝