gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ যশোর জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নির্বাচন

নিবাস-ইব্রাহীম-নিশাদ পরিষদ জয়ী
প্রকাশ : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:৪৩:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ১২:২৩:১২ এ এম
ক্রীড়া সংবাদ:
GK_2024-04-20_6623ca9070cbe.jpg

যশোর জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নির্বাচনের ১৪টি পদেই জয় পেয়েছে  নিবাস-ইব্রাহিম-নিশাদ পরিষদ। এবিএম সাহিদুল ইসলাম বাচ্চুকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রীনিবাস হালদার।
শনিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারি দ্বিতীয় তলায় বেলা একটা থেকে চারটে পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর আগে একইস্থানে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এবারের নির্বাচনে ৮২জন ভোটারের মধ্যে ৭৮জন ভোট প্রদান করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শ্রীনিবাস হালদার (৪৪) ভোট পেয়ে জয় পেয়েছেন। প্রতিন্দ›দ্বী প্রার্থী এবিএম সাহিদুল ইসলাম বাচ্চু পেয়েছেন ৩৪ ভোট। এছাড়া সহসভাপতি ফসিয়ার রহমান (৪৫) ও মিজানুর রহমান (৪৪) ভোট পেয়ে জয়ী হয়েছেন। একই পদে অপর দুই প্রার্থী হারুন অর রশিদ খাঁন ৩১ ও খুরশীদ মোঃ জাকির হোসেন ৩৫ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ইব্রাহীম হোসেন ৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। অপর প্রার্থী হুমায়ন কবির পেয়েছেন ৩৫ ভোট। কোষাধ্যক্ষ পদে সোহেল আল মামুন নিশাদ ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শফিকুল ইসলাম মিঠু পেয়েছেন ৩১ ভোট। দপ্তর সম্পাদক পদে ফেরদৌস হোসেন ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী সালাউদ্দিন ইউসুফ দিলু পেয়েছেন ৩৩ ভোট।
এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন জিল্লুর রহমান (৪৭), জয়নাল আবেদীন (৪৮), হাবিবুর রহমান (৪৬), মিজানুর রহমান (৪৬), আব্দুল বাসেত মল্লিক (৪৭), রাজু আহম্মেদ (৪৬), মোস্তাফিজুর রহমান (৪৬) ও কামরুজ্জামান (৪৫) ভোট পেয়ে জয় লাভ করেছেন।
সদস্য পদে পরাজিতদের মধ্যে সুভাষ চন্দ্র মন্ডল (৩০), সাইফুল ইসলাম (২৯), শশাঙ্ক কুমার ঘোষ (৩১), নজরুল ইসলাম (৩২), সাবু জোয়ারদার (৩০), মহিতোষ কুমার ঘোষ (৩৩) ও জামির হোসেন লাবু জোয়ারদ্দার (৩৩) ভোট পেয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল রেফারি সমিতিরি গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে পুলিশ সুপার সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সমিতির সহসভাপতি। নির্বাচিতদের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতায় পরাজিতদেরও অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, মোহাম্মদ শফিকুজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, বাংলাদেশ আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান বিপ্লব, ছায়াবিথী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক গোলাম তসলিম শিমুল।

আরও খবর

🔝