gramerkagoj
বুধবার ● ৮ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ট্রেনে উঠতে গিয়ে পায়ের সব আঙুল কাটা পড়লো অধ্যাপক আনু মুহাম্মদের
প্রকাশ : রবিবার, ২১ এপ্রিল , ২০২৪, ০১:০৭:০০ পিএম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০১:২৬:৪৫ পিএম
ঢাকা অফিস:
GK_2024-04-21_6624bbedf007b.jpg

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে উঠতে গিয়ে বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়লো অধ্যাপক আনু মুহাম্মদের। তিনি তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া মাহাতাব নামে এক ব্যক্তি বলেন, অধ্যাপক আনু মোহাম্মদ খিলগাঁও রেলগেট এলাকায় ধীরে চলতে থাকা একটি ট্রেনে কমলাপুর যাওয়ার জন্য ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের আঙ্গুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মোহাম্মাদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার চিকিৎসা চলছে।

আরও খবর

🔝