gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ নারী বিশ্বকাপ

বাংলাদেশ আসছে আইসিসির প্রতিনিধি দল
প্রকাশ : রবিবার, ২১ এপ্রিল , ২০২৪, ০৭:২২:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ১২:২৩:১২ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-21_6625135566929.jpg

বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট দলের টি-২০ বিশ্বকাপ। সেপ্টেম্বর-অক্টোবরে দশ দল নিয়ে শুরু হবে প্রতিযোগিতা। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। সুযোগ সুবিধা যাচাই করতে বাংলাদেশ সফরে আসছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
প্রথম দিন ২২ এপ্রিল প্রতিনিধি দলটি হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন। স্টেডিয়ামের বিভিন্ন স্থান, একাডেমি, ইনডোর সুবিধা ও হোটেল পর্যবেক্ষণ করবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ।
নারী বিভাগ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের ভেন্যু দেখতে পাঁচ সদস্যের দল ঢাকায় আসছেন। সোমবার তারা প্রথমে মিরপুর স্টেডিয়ামের বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখবেন, এরপর সিলেট যাবেন। শুধু স্টেডিয়াম নয় পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধাও পর্যবেক্ষণ করার কথা রয়েছে প্রতিনিধি দলের। নারী বিশ্বকাপের ফাইনাল হবে মিরপুরে। আর সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার সিলেটে যাবে প্রতিনিধি দল।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হতে যাচ্ছে সবচেয়ে বড় আসরটি। স্বাগতিকসহ ১০টি দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। গত বোর্ড মিটিংয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও খবর

🔝