gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শার্শা সীমান্তে ৬টি সোনার বারসহ একজন আটক
প্রকাশ : সোমবার, ২২ এপ্রিল , ২০২৪, ০৯:০৭:০০ পিএম
স্টাফ রিপোর্টার, বেনাপোল:
GK_2024-04-22_66267d8ed69f6.jpg

যশোরের শার্শা সীমান্ত থেকে ছয় পিস সোনার বারসহ একজনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। রোববার রাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে চয়ন হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছেন খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার। চয়নের বাড়ি গোগা গাজিপাড়ায়।
বিজিবি কর্মকর্তা জানান, গোপন একটি সংবাদে জানতে পারেন এই সীমান্ত দিয়ে রাতে একজন পাচারকারী সোনার চালান ভারতে পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবির টহলদল গোগা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে গোপনে অবস্থান করে। ওই সময় একটি ব্যটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন চয়ন হোসেন। তাকে আটক করার পর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা জয়। এর ওজন ৭০৪ গ্রাম। মূল্য ৭২ লাখ আট হাজার ২৫৬ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, উদ্ধার সোনা ট্রেজারিতে জমা করা হয়েছে এবং আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর

🔝