gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান

গুচ্ছের ভর্তি পরীক্ষা যথাসময়েই
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১১:১১:০০ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-04-23_662743e13a9d2.jpg

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত তারিখ সমূহেই অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী আগামী ২৭ এপ্রিল শনিবার এ ইউনিট (বিজ্ঞান), ৩ মে শুক্রবার বি ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
এ নিয়ে কোনো গুজবে কান না দেয়ার জন্যে সবাইকে সতর্ক করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিদ। সোমবার রাতে তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হয়। কিন্তু, পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ভর্তি পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট https://gstadmission.ac.bd/ এ নজর রাখার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরও খবর

🔝