gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বৃষ্টির জন্যে ইস্তিস্কার নামাজ শুরু মোরেলগঞ্জে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১২:১৩:০০ পিএম , আপডেট : বুধবার, ১ মে , ২০২৪, ০৩:১৯:৩৪ পিএম
মোরেলগঞ্জ, (বাগেরহাট) প্রতিনিধি:
GK_2024-04-23_662758cb1b7a4.jpg

সারাদেশে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ, বৃষ্টির জন্যে হাহাকার করছেন মানুষ। কিন্তু, বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে মাঝেমধ্যে একটু আশার ঝলক দেখা গেলেও তা বর্ষণে রূপ নিচ্ছে না। এমতাবস্থায় গরমে অতিষ্ট হয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে মুসল্লীরা তিনদিনব্যাপী ইস্তিস্কার নামাজের ব্যবস্থা করেছেন। মঙ্গলবার সকালে প্রথম নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় মোরেলগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদারের উদ্যোগে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খোলা আকাশের নীচে সর্বস্তরের মুসল্লিরা ইস্তিস্কার নামাজে অংশ নেন। নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বাজার চাউলাপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব প্রভাষক মাওলানা মোহাম্মদ আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, মোরেলগঞ্জ ইমাম সমিতির প্রধান সমন্বয়কারী মাওলানা আ. হাই, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা হেডকোয়াটার জামে মসজিদের ইমাম হাফেজ মো. ফয়সাল, সাবরেজিস্ট্রি জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম ও পীর কালাচাদ আউলিয়া জামে মসজিদের ইমাম হাফেজ নুরুল ইসলাম।
ইামাজে পাঁচ শতাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দু’হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির জন্যে ফরিয়াদ করেন।

আরও খবর

🔝