gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ তিন মাস পর আবারও সরগরম যশোরের নির্বাচনী ময়দান

লড়াই হবে আনারস মোটরসাইকেল ঘোড়া শালিক হেলিকপ্টারে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৯:১০:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ১২:২৩:১২ এ এম
এম. আইউব:
GK_2024-04-23_6627d3b9e054c.JPG

জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস ১৫ দিন পর যশোরে আবারও সরগরম হচ্ছে নির্বাচনী ময়দান। মঙ্গলবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলার দু’টি উপজেলায় শুরু হয়েছে প্রচার-প্রচারণা। আগামী ৮ মে প্রথম ধাপে নির্বাচন হতে যাচ্ছে জেলার সবচেয়ে বড় উপজেলা মণিরামপুর ও কেশবপুরে। এই দু’ উপজেলায় নির্বাচনী যুদ্ধে অংশ নিয়েছেন মোট ২৭ জন প্রার্থী। এরমধ্যে মণিরামপুরে ১৩ ও কেশবপুরে ১৪ জন রয়েছেন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
মণিরামপুরে তিনটি পদে মোট প্রার্থী ১৩ জন। এরমধ্যে চেয়ারম্যান তিনজন, ভাইস চেয়ারম্যান চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছয়জন।
কেশবপুরে মোট প্রার্থী ১৪ জন। এরমধ্যে চেয়ারম্যান সাতজন, ভাইস চেয়ারম্যান পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দু’জন।
মণিরামপুরে চেয়ারম্যান পদে আমজাদ হোসেন লাভলু আনারস, ফারুক হোসেন মোটর সাইকেল ও মিকাইল হোসেন ঘোড়া প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে এসএম আব্দুল হক তালা, মনজুর আক্তার চশমা, শরিফুল ইসলাম টিয়া পাখি ও সন্দীপ কুমার ঘোষ টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম হাঁস, কাজী মোছা. জলি আক্তার কলস, মাহবুবা ফেরদৌস পাপিয়া বৈদ্যুতিক পাখা, মোছা. জেসমিন প্রজাপতি, মাজেদা খাতুন পদ্ম ফুল ও সুরাইয়া আক্তার ফুটবল লড়াই শুরু করেছেন।
একইভাবে কেশবপুরে চেয়ারম্যান পদে আব্দুল্লাহ নুর আল আহসান দোয়াত-কলম, এসএম মাহবুবুর রহমান মোটর সাইকেল, কাজী মুজাহিদুল ইসলাম হেলিকপ্টার, নাসিমা আকতার সাদেক শালিক, ইমদাদুল হক আনারস, ওবায়দুর রহমান জোড়া ফুল ও মফিজুর রহমান ঘোড়া নিয়ে নেমেছেন নির্বাচনী মাঠে।
ভাইস চেয়ারম্যান পদে যে পাঁচজন লড়ছেন তারা হলেন, আব্দুল্লাহ আল মামুন তালা, পলাশ কুমার মল্লিক উড়োজাহাজ, আব্দুল লতিফ রানা মাইক, মনিরুল ইসলাম টিউবওয়েল ও সুমন সাহা চশমা প্রতীকে ভোটযুদ্ধ শুরু করেছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মনিরা খানম ও ফুটবল নিয়ে রাবেয়া খাতুন লড়াই শুরু করেছেন।
প্রথম ধাপের তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হয়েছে রোববার। সোমবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আর মঙ্গলবার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক বুঝে নিয়ে প্রচারণা শুরু করেন অনেকেই।
মঙ্গলবার থেকে মণিরামপুর-কেশবপুরের ভোটাররা বিভিন্ন প্রার্থীর প্রচারণা শুনছেন। একইসাথে নানা ধরনের হিসেব-নিকেশ শুরু হয়েছে ভোটারদের মধ্যে। মূল হিসেব শুরু হয়েছে চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে। আগামী পাঁচ বছরের জন্য কে হবেন চেয়ারম্যান তা নিয়ে হচ্ছে যতসব আলোচনা।
জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর) থেকে জানিয়েছেন, প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের মণিরামপুরে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসার কল্লোল বিশ^াস প্রার্থীদের প্রতিক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর) থেকে জানিয়েছেন, প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে অংশ নেওয়া ১৪ জন প্রার্থী। মঙ্গলবার রিটার্নিং অফিসার আনিছুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচনে সাতজন চেয়ারম্যান, পাঁচজন ভাইস চেয়ারম্যান ও দু’জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কেশবপুর উপজেলা পরিষদ ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা দু’লাখ ২০ হাজার ৯৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১১ হাজার ৭৭৫, নারী ভোটার এক লাখ নয় হাজার ১৭৭ ও হিজড়া রয়েছেন দু’জন। মোট ভোট কেন্দ্র ৯৫টি।

আরও খবর

🔝