gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
লাল-কমলা রঙের আকাশ, যেন মঙ্গল গ্রহের দৃশ্য
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০২:০২:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-04-25_662a0e0bf0284.jpg

লাল রং ধারণ করেছে আকাশ। একদিকে যেমন লাল অন্যদিকে কমলা রং পরেছে অন্য একটি দেশ। যে কেউ দেখলে মনে হতে পারে এটি পৃথিবীর নয়, মঙ্গল গ্রহের কোনো দৃশ্য হতে পারে। লাল ধূলোয় একেবারে চারপাশ ছেয়ে আছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) লিবিয়ার আকাশে লাল ও গ্রিসের রাজধানী এথেন্স এবং অন্যান্য শহরে এমন দৃশ্য দেখা গেছে।
আসলে ভূমধ্যসাগর পেরিয়ে আসা সাহারা মরুভূমির ধূলোয় ঢাকা পড়ে এই অবস্থা হয়েছিল গ্রিসের।
স্কাই নিউজের খবর অনুসারে, শক্তিশালী দক্ষিণী বাতাস উত্তর আফ্রিকা থেকে ধূলোর মেঘ বয়ে ইউরোপে নিয়ে যায়। এর ফলে মঙ্গলবার গ্রিসের রাজধানীসহ বিভিন্ন এলাকার আকাশ কমলা বর্ণ ধারণ করে।
স্থানীয় একজন আবহাওয়া গবেষক বলেছেন, এটি ২০১৮ সালের পর এ অঞ্চলে হওয়া সবচেয়ে ভয়াবহ ধূলিঝড়।
দ্য লিবিয়া অবজারভারের তথ্যমতে, মঙ্গলবার ধূলিঝড়ের সঙ্গে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছিল।
স্যাটেলাইটে লিবিয়ার উত্তর উপকূলের বিস্তীর্ণ অংশ ধূলোর মেঘে ঢাকা থাকতে দেখা যায়, যা দক্ষিণ দিকে মরুভূমি এবং উত্তরে ভূমধ্যসাগরের ওপর প্রসারিত হয়েছে।
লিবিয়া ও গ্রিসের এই ধূলিঝড় এবং লাল-কমলা আকাশের দৃশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন অনেকে। এমন পরিস্থিতিতে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন অনেকেই।
সূত্র: স্কাই নিউজ, আকুওয়েদার

আরও খবর

🔝