gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

২০ কেজি গাঁজাসহ নারী আটক খোঁজা হচেছ সন্ত্রাসী টিটোকে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৭:২০:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ০২:৫৫:৪২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-25_662a5942aebc5.JPG

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একটি অভিযানিক দল আলোচিত একটি মাদক সিন্ডিকেটে অভিযান চালিয়ে শাহানারা বেগম নামে এক নারী কারবারীকে ২০ কেজি গাঁজাসহ আটক করেছে। তিনি চৌগাছার আফরা চন্দ্রপুরের সৈয়দ আলীর স্ত্রী। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। এই গাঁজা সিন্ডিকেটে আলোচিত সন্ত্রাসী ঘ্যানা টিটোসহ আরো কয়েকজন জড়িত রয়েছে। পলাতক টিটোকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচারক আসলাম হোসেন।
তথ্য মিলেছে, গোপন খবরে বিভাগীয় স্টাফ উপ-পরিদর্শক সাইদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক বিপ্লব চক্রবর্তী, সিপাহী আশিকুজ্জামান সজল, নাজমুছ সাকিব, ওয়ারলেস অপারেটর আতাউর রহমান ও চালক রবিউল মোল্লার সমন্বয়ে একটি দল চৌগাছা এলাকার আলোচিত অভিযান পরিচালনা করে। ফুলসারা ইউনিয়নের আফরা চন্দ্রপুরে শাহানারা বেগমের বসতঘর থেকে ওই ২০ কেজি গাঁজা উদ্ধার হয়। পলাতক সন্ত্রাসী টিটো ওরফে ঘ্যানা টিটো (৩৮) আফরা গ্রামের মকবুল হোসেন ওররফে মঙ্গল কসাইয়ের ছেলে। ওই ২০ কেজি গাজাছাড়াও একটি কাপড়ের ব্যাগের মধ্যে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক আসলাম হোসেন জানিয়েছেন, আফরা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী টিটো মিয়া ও ঘ্যানা টিটো ও শাহানারা বেগম একে অপরের সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সংরক্ষণ করে বিক্রি করে আসছিল। ২৫ এপ্রল সকালে শাহানারা বেগমকে আটক করা হয়।
একটি প্লাস্টিক বস্তার মধ্যে টেপ মোড়ানো ৫টি প্যাকেটের প্রতি প্যাকেটে ৪ কেজি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক এস,এম, শাহীন পারভেজ চৌগাছা থানায় মামলা করেছেন।

 

আরও খবর

🔝