gramerkagoj
শুক্রবার ● ১০ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে পারছেন না ভ্যান চালক রায়হান গাজী
প্রকাশ : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৯:৪৫:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১০ মে , ২০২৪, ১২:০৪:৪৬ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-04-27_662d1e1cbe81d.jpg

যশোরের বসুন্দিয়ার ভ্যান চালক রায়হান গাজী সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে হাসপাতালে। এখন টাকার অভাবে বিল পরিশোধ করতে না পেরে বাড়ি ফিরতে পারছেন না।
তার পারিবারিক সূত্র জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে যায় সদর উপজেলার বসুন্দিয়ার ঘুনি গ্রামের ভ্যান চালক রায়হান গাজী। তাকে জরুরি চিকিৎসার জন্য যশোর পঙ্গু সেবা কেন্দ্রে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রায়হানের চিকিৎসার জন্য ৮০ হাজার টাকার বিল দিয়েছেন। এখন চিকিৎসা নিয়ে বিপদে আছেন তিনি। অর্থনৈতিক খারাপ অবস্থার কারণে রায়হান এই বিল পরিশোধ করতে পারছেন না। সে কারনে বাড়িও ফিরতে পারছেন না। তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে অনেক কষ্টে আছেন। এই পরিস্থিতিতে, রায়হান গাজী সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর জন্য তার নিজস্ব একটি বিকাশ নম্বর দিয়েছেন। বিকাশ নম্বরটি হল: ০১৯৬০-০২৯০৫৬ (বিকাশ পারসোনাল নম্বর)।
রায়হান গাজী আশা করছেন, সমাজের বিত্তবান মানুষ তার চিকিৎসা বিল পরিশোধে এবং তার পরিবারকে এই কঠিন সময়ে সাহায্য করবে।

আরও খবর

🔝