gramerkagoj
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪ ৩০ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ যশোর জেলা ক্রীড়া সংস্থা

৯০ দিনের মধ্যে নির্বাচন
প্রকাশ : রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ০৬:৩৭:০০ পিএম , আপডেট : সোমবার, ১৩ মে , ২০২৪, ০৩:১২:৩৭ পিএম
ক্রীড়া সংবাদ:
GK_2024-04-28_662e584f5cd1d.jpg

যশোর জেলা ক্রীড়া সংস্থায় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি। দায়িত্বশীলরা গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলারদের নামের তালিকা যথা সময়ে নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করেননি। এর ফলে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। দেখা দেয় জটিলতা। সেই জটিলতার কিছুটা অবসান হয়েছে এডহক কমিটি গঠন করায়। এই কমিটি ৯০ দিনের মধ্যে জেলার বৃহৎ ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করবেন।
জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নম্বর ৩৪.০৩.০০০০.০০২.৪৩.০০৫১২-৯১৬ তারিখ ১৮ এপ্রিল, ২০২৪ পত্র অনুযায়ী সাত সদস্য বিশিষ্ট গঠিত এডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক, সদস্য পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস), জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
পত্রে উল্লেখ করা হয়েছে গঠিত কমিটি যশোর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রম পরিচালনাসহ গঠনতন্ত্রের ২৮.৩ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবেন।
এর আগে জেলা ক্রীড়া সংস্থার স্মারক নম্বর ০৫.৪৪.৪১০০.০০১.১০.০১২.২৪-২১৭, তারিখ ২৮ মার্চ, ২০২৪ মোতাবেক এডহক কমিটি গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে জাতীয় ক্রীড়া পরিষদে পত্র প্রেরণ করা হয়। সেই পত্রের আলোকেই এই এডহক কমিটি।
সর্বশেষ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে ক্রীড়া সংগঠকরা দু’টি বিভাগে বিভক্তি হয়ে দু’টি প্যানেল নির্বাচনে অংশ নেন। মল্লিক-সালেক-কবির ক্রীড়া উন্নয়ন প্যানেল থেকে ২৪ জন ও মকসেদ সফী-সরু চৌধুৃরি ও আসাদুজামান মিঠু প্যানেল থেকে তিনজন নির্বাচনে জয়ী হন।
নির্বাচিত এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে। এই তারিখ থেকে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শুরু ধরা হলে চার বছর মেয়াদীর কার্যকাল শেষ হয় ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি।
গঠনতন্ত্রের ২৬.১ ধারায় বলা আছে, পরবর্তী সাধারণ পরিষদ গঠনের লক্ষে ও নির্বাচনের প্রয়োজনে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণের কমপক্ষে ৯০ দিন পূর্বে আলোচ্যসূচিতে কাউন্সিলর নির্ধারণের বিষয় উল্লেখ করে সভা আহবান করতে হবে।
কার্যনির্বাহি কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৪ ডিসেম্বর বিকেল চারটায় জেলা প্রশাসকের সভা কক্ষে। এই সভার নোটিশের তিন নম্বর আলোচ্য সূচিতে ছিল নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার নিয়োগ প্রদান নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। যথা সময়ে গঠন করা হয় নির্বাচন কমিশন।
২৬.২ ধারায় বলা আছে, কার্যনির্বাহী পরিষদের কাউন্সিলর নির্ধারণী সভার সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের মধ্যে সাধারণ সম্পাদক গঠনতন্ত্রের ৮ ও ১১ ধারা মোতাবেক ক্লাব/সমিতি/প্রতিষ্ঠানসমূহের কাউন্সিলর মনোনয়নের জন্য ১৫ দিনের নোটিশে প্রতিনিধির নাম আহবান করিবেন। প্রাপ্ত প্রতিনিধির নামের তালিকা নির্বাচন কমিশন গঠনের সাথে সাথেই নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করিবেন। সাধারণ পরিষদের সদস্যগণই নির্বাচনে ভোটাধিকার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন। কিন্তু জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই কাজটি সুচারুভাবে করতে না পারায় নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারেননি।
এছাড়া সাধারণ পরিষদ গঠন নিয়ে জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন ক্লাব ও সংস্থাকে যে পত্র প্রেরণ করেছিল তা বিধি সম্মত হয়নি বলে দাবী একাধিক ক্রীড়া সংগঠকের। বিষয়টি রয়েছে আদালতে। হাইকোর্টোর নির্দেশনা থাকা সত্ত্বেও যশোর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা করা হয়নি। যা নিয়েও রয়েছে ক্ষোভ।
এখন এডহক কমিটি এসব জটিলতা নিরসন করে সুষ্ঠু নির্বাচনের পথে যেতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।

আরও খবর

🔝