gramerkagoj
বুধবার ● ১৫ মে ২০২৪ ১ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
রাজশাহী অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০১:০৭:০০ পিএম , আপডেট : বুধবার, ১৫ মে , ২০২৪, ০২:৩০:২৬ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2024-04-29_662f47391d03a.jpg

তীব্র তাপদাহে চরম বিপর্যস্ত সারা দেশের মানুষ। অতীতের তুলনায় এবার এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজশাহী।
অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তরপূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। ফলে বেশিরভাগ মানুষ ভূমিকম্পটি অনুভব করতে পারেননি।
আবহাওয়া দফতরের ঢাকা অফিসের ওয়্যালেস অপারেটর জহিরুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের ব্যাপারে তারা এখনো কিছু জানতে পারেনি। ভূমিকম্প রেকর্ড করার মতো শক্তিশালী তথ্যও তাদের কাছে আসেনি। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও এ ভূমিকম্পের ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি।
রাজশাহী মহানগরীর কয়েকজন বাসিন্দা জানান, তারা খুবই হালকা কাঁপুনি অনুভব করেছেন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতেও পারেননি।

আরও খবর

🔝