gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ মে ২০২৪ ২ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
পার্পল ক্যাপ পেলেন না মোস্তাফিজ
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৬:০৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-29_662f8ef47cb76.jpg

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির সেরার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পার্পল ক্যাপ। চলতি আসরের শুরুর দিকে দারুণ বোলিং করে সেই সেরার মুকুট পরেছিলেন চেন্নাই সুপার কিংসের টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবে সেই মুকুট ধরে রাখতে পারেননি তিনি। খরুচে বোলিং ও অন্যান্য বোলাদের তুলনায় কম উইকেট পাওয়ায় পার্পল ক্যাপ হাত ছাড়া হয়ে যায়।
বর্তমানে বেগুনি রংয়ের এই ক্যাপটি শোভা পাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহের কাছে। রোববার টানা দুই হারের পর ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। নিজেদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে সেরা তিনে উঠে গেছে ঋতুরাজ গায়কোয়াড়ের দল।
দলের ঘুরে দাঁড়ানোর দিনে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজও। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে আগের ম্যাচে যেখানে তিন ওভার তিন বল করে দিয়েছিলেন ৫১ রান, রোববার দুই ওভার পাঁচ বল করে দিয়েছেন ১৯ রান। উইকেট নিয়েছেন দু’টি। এতে যৌথভাবে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মোস্তাফিজ। তার সমান ১৪ উইকেট আছে বুমরাহ ও পাঞ্চাব কিংসের পেসার হার্শাল প্যাটেলের ঝুলিতেও।
তবে বুমরাহর কাছ থেকে ক্যাপটি ছিনিয়ে আনতে পারেননি মোস্তাফিজ। কারণ খরুচে বোলিং। আট ম্যাচে তিনি খরচ করেছেন ২৯৬ রান। ইকোনমি প্রায় ১০ এর কাছাকাছি (৯.৭৫)। প্রতি উইকেটের বিপরীতে এই টাইগার পেসার রান দিয়েছেন ২১.১৪ গড়ে।
অপরদিকে নয় ম্যাচে বুমরাহর খরচ ২৩৯ রান। ৬.৬৩ ইকোনমিতে বল করে উইকেট প্রতি রান খরচা করেছেন ১৭.০৭ রান। অর্থাৎ ইকোনমি ও উইকেট প্রতি খরচা, দু’দিক থেকেই এগিয়ে আছেন বুমরাহ। যে কারণে, পার্পল ক্যাপটি পাননি মোস্তাফিজ।

আরও খবর

🔝