gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ মে ২০২৪ ২ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ শিক্ষাবোর্ডে গ্রামের কাগজের সাংবাদিকের সাথে অসৌজন্য আচরণ

অবশেষে পিয়ন দাউদ প্রত্যাহার
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ১০:১২:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে , ২০২৪, ১২:৪৮:৪৯ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-29_662fc74a8920e.jpg

যশোর শিক্ষাবোর্ডে দৈনিক গ্রামের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সদ্য সাবেক সভাপতি এম. আইউবের সাথে অসৌজন্য আচরণ করা কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডুর দপ্তরের পিয়ন আবু দাউদকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার তাকে প্রত্যাহার করে প্রশাসন বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সচিব প্রফেসর এম আব্দুর রহিম। তিনি বলেন দাউদকে আপাতত ওএসডি করা হয়েছে। এরপর আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিক এম.আইউব ২১ এপ্রিল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডুর সাথে মোবাইল ফোনে কথা বলে একটি তথ্য নিতে শিক্ষাবোর্ডে যান। সেখানে যাওয়ার পর কলেজ পরিদর্শককে না পেয়ে তাকে ফোন করলে তিনি তাকে তার রুমে বসতে বলেন। কলেজ পরিদর্শকের সাথে তিন দফা কথা হয় সাংবাদিক এম আইউবের। তিনি প্রতিবারই তার রুমে বসতে বলেন। অথচ পিয়ন আবু দাউদ বসতে দেবেন না বলে ঔদ্ধত্য দেখান। এমনকি বেলা সাড়ে ১২ টার দিকে তাকে বের করে দিয়ে রুমে তালা দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবু দাউদ মারমুখি এবং অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথে যশোরের অর্ধশতাধিক সাংবাদিক শিক্ষাবোর্ডে ছুটে যান। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থলে আসেন বোর্ডের ওইদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সচিব প্রফেসর এম আব্দুর রহিম। তার সাথে পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মদ, কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামের দপ্তরে তাৎক্ষণিক সমঝোতা বৈঠকে বসেন তারা। ওইসময় সেখানে প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সহসভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, গ্রামের কাগজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ব্যাপক সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জড়িত দাউদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জড়িত ব্যক্তিকে ওই দপ্তর থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিশ্রুতি মোতাবেক আবু দাউদকে তিনদিনের সময় দিয়ে বুধবার শোকজ করা হয়। তিনদিন পর দাউদ শোকজের জবাব দেন। সর্বশেষ, সোমবার তাকে প্রত্যাহার করা হয়েছে।
শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন গ্রামের কাগজ কর্তৃপক্ষ ও যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ। তারা এই পদক্ষেপ অন্যান্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন। একইসাথে সেবাগ্রহীতাদের সাথে যাতে সৌজন্য প্রদর্শন নিশ্চিত হয় সেই ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা দেওয়ার কথা বলেন।

আরও খবর

🔝