gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ মে ২০২৪ ২ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
যশোরে প্রতারণা মামলায় ব্যবসায়ী রিয়াদের সাজা
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ১০:১৪:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-29_662fc8a652a90.jpg

প্রতারণা মামলায় রিয়াদ আশরাফুজ্জামান নামে একজন ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত রিয়াদ নড়াইল সদরের ভওয়াখালীর আলী হোসেনের ছেলে ও রাজা হিরো চা স্টোরের মালিক। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর নীলগঞ্জ শহীদ নূর মোহাম্মদ আলী সড়ক সাহাপাড়ার অসিত ভৌমিক জনতা টি হাউজের মালিক। নড়াইল সদরের ভওয়াখালীর রাজা হিরো টি স্টোরের মালিক রিয়াদ ২০১৫ সালের ৩০ জুন ৬ লাখ টাকার চাপাতা বাকিতে কেনেন তার কাছ থেকে। এ টাকা দ্ইু মাসের মধ্যে পরিশোধের কথা থাকলেও রিয়াদ পাওনা টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। এরমধ্যে রিয়াদ সেনাবাহিনীতে চাকরি পাওয়ায় ব্যবসা বন্ধ করে দেন। পরে টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
২০২২ সালের ১০ এপ্রিল অসিত ভৌমিক প্রতারণার অভিযোগে মামলা করেন। সোমবার আদালত এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত রিয়াদ পলাতক রয়েছেন।

আরও খবর

🔝