gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ মে ২০২৪ ২ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
রমজান হত্যা মামলায় কুদরত ও সাগরের আত্মসমর্পণ
প্রকাশ : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ১০:৩৪:০০ পিএম , আপডেট : বুধবার, ১৫ মে , ২০২৪, ০২:৩০:২৬ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-29_662fce33ab9db.jpg

যশোরে ৩২ মামলার আসামি রমজান হত্যা মামলার আসামি কুদরত ও সাগর আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কুদরত চোরমারা দীঘিরপাড় এলাকার ফারুক পকেটমারের ছেলে ও সাগর একই এলাকার ড্যাপের ছেলে।
গত ৮ মার্চ যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী রমজানকে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনায় রেলগেট পশ্চিমপাড়ার রেখা খাতুন বাদী হয়ে পিচ্চি রাজাসহ ১৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার পর পিচ্চি রাজাসহ আরও কয়েক আসামি আটক হলে আত্মগোপনে চলে যায় কুদরত ও সাগর। দীর্ঘদিন পলাতক থেকে সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও খবর

🔝